সুবিধামতো মানবাধিকার আইনের প্রয়োগ জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করে
গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার প্রসার বিষয়ে জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ আলফ্রেড ডি যায়াস হুঁশিয়ারী দিয়ে বলেছেন যে রাষ্ট্রগুলো যখন জাতিসংঘ সনদ লংঘন করেও পার পেয়ে যায় অথবা মানবাধিকারের যেটুকু তার অনুকুলে শুধু সেটুকুই প্রয়োগ করে তখন আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হয়।
তিনি বলেন যে সবাই সবখানে সংস্কারের কথা বলেন, কিন্তু, বৈশ্বিক পরিসরে সিদ্ধান্তগ্রহণের প্রক্রিয়ায় এখনও অগণতান্ত্রিক প্রতিনিধিত্ব বিদ্যমান এবং বিশ্বব্যাপী অন্যায় বাড়ছে।
বিশেষজ্ঞ বৈশ্বিক দুরবস্থার মধ্যেও তাঁর ভাষায় 'অতিমাত্রায় সামরিক ব্যয়, আতঙ্ক ছড়ানো এবং শক্তি প্রদর্শনের' সমালোচনা করেন।
তিনি সরকারগুলো এবং নাগরিক সমাজের প্রতি শুধুমাত্র সুবচনের উর্ধ্বে উঠে তাদের অগ্রাধিকার সমন্বয় করে বাজেটকে মানবিক রুপ দেওয়ারও আহ্বান জানান।
মি ডি যায়াস বলেন যে একটি মানবিক বিশ্ব ব্যবস্থার জন্য প্রয়োজন জাতিসংঘ সনদ এবং মানবাধিকারের ঘোষণাকে আধুনিক বিশ্বের সংবিধান হিসাবে গ্রহণ করা।