Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সমস্যা ও সমাধান
বিস্তারিত
*সমস্যা:বেগুন গাছের পাতা ছোট হয়ে যাচ্ছে, হলুদ হয়ে বিবর্ণ হয়ে যাচ্ছে, ডাল শুকিয়ে ভেঙ্গে যাচ্ছে।
*সমাধান:আক্রান্ত গাছ তুলে ধ্বংস করতে হবে, ক্ষেত আগাছা মুক্ত রাখতে হবে, বাহক পোকা সাদা মাছি পোকা দমন করতে হবে (একতারা ২৫ ডব্লিউ জি ২.৫ গ্রাম একতারা প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ভালভাবে গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে।
 Added:      2015/08/19
 
    *সমস্যা:এই মৌসুমে কোন ফসলের কোন জাত লাগালে ভাল ফসল পাওয়া যাবে। এর আগে সে ফসল যে খরচ হতো তাই পেত না। ক্ষতি হতো কি কিভাবে বেশি ফলনের মাধ্যমে লাভ করতে পারে।
*সমাধান:ফলন পাওয়া যাবে। এছাড়া বেলে দোআশ মাটি হলে আলু, টমেটুর ফলন ভালো হবে। টমেটুর আগাম জাত হিসেবে বাইর টমেটু ৪, বারি টমেটু ৫, টিপু সুলতান, রোমিও লাগানো হবে। সার দেয়ার আগে অবশ্যই মাটি পরীক্ষা করে নিতে হবে। হেক্টর প্রতি ইউরিয়া ৫০০-৬০০ কেজি, টিএসপি ৪০০-৫০০ কেজি, এমওপি ২০০-৩০০ কেজি, গোবর ৮-১২ টন, শতক প্রতি ২-২.৪ কেজি, ১.৬-২ কেজি, ০.৮-১.২ কেজি, ৩০-৪৫ কেজি। ধানের ক্ষেত্রে টি আমন লাগানো পারেন। লাগানোর পর কোন ধরনের সমস্যা হলে ই-কৃষক নাম্বারে যোগাযোগ করবেন।
 Added:      2015/08/16
 
    *সমস্যা:ধান গাছের পাতা হলুদ ও লাল হয়ে আগা থেকে শুকিয়ে যাচ্ছে।
*সমাধান:Benlate/Topsin-Mor Bavistin @ 2.5kg/heclare 4 times at ১০-১৫ দিন পরপর।
 Added:      2015/08/10
 
    *সমস্যা:ধান গাছের পাতা আগা থেকে শুকিয়ে যাচ্ছে।
*সমাধান:Benlate/Topsin-Mor Bavistin @ 2.5kg/heclare 4 times at ১০-১৫ দিন পরপর।
 Added:      2015/08/09
 
    *সমস্যা:শসা গাছের পাতা লাল ও কুচকিয়ে/ধলা পাকিয়ে যাচ্ছে এবং বৃদ্ধি কমে যাচ্ছে।
*সমাধান:বেশি পরিমানে কুচকে গেলে গাছ উঠিয়ে ফেলবেন এবং Emidachloapid (1ml/l) বা asifer (1g/l) বা dimethoate (2ml/l) ৩-৪ বার ১০-১৫ দিন পরপর।
 Added:      2015/08/09
 
    *সমস্যা:লিচু বাগান ২৩ বিঘা জমিতে করবেন কতটুকু চারাগাছ লাগবে।
*সমাধান:একটি প্ল্যান করতে হবে। সেই প্ল্যান /বিভিন্ন রকম হতে পারে। এই প্ল্যান অনুযায়ী আপনি বুঝতে পারবেন আপনার উদ্দশ্যকৃত চাষ জমিতে সবোর্চ্চ কতগুলো চারা লাগবে এবং তা কতটুকু দূরত্বে লাগাবেন নির্দিষ্ট/স্পষ্ট হিসেব থাকবে কোন জাত- কাঠালী, বেদেনা, মাদ্রাজী, বোম্বায়, চারা রোপনের দূরত্ব সাধারণত ৮ থেকে ১০ মিটার এবং গর্ত তৈরি করা গর্তের আকার ১x১x১ মিটার। প্রতি গর্তে সারের পরিমান টিএসপি-৭০০ গ্রাম, এমওপি ৪৫০গ্রাম, জিপসাম সার ৩০০গ্রাম, জিংক সালফেট ৬০গ্রাম ও জৈব সার ২৫ কেজি দিতে হয়। সার দেয়ার আগে অবশ্যই মাটি পরীক্ষা করবেন। আপনি উপজেলা কৃষি অফিসে যান।
 Added:      2015/07/30
 
    *সমস্যা:এখন কি শিম লাগানোর সময়/লাগানোর যাবে কোন জাত লাগাবো আদা গাছ গুলোর অবস্থা আরো ভাল। কিন্তু বাড়ছে না পোকা ছিল। বরবটি গাছ গুলো বাড়ছে না। ফুলে পিপড়ার মত পোকা ধরেছে/বরবটিও। আদা তিন মাস আগে রোপন করা হয়েছে।
*সমাধান:শিম-আষাঢ় থেকে ভাদ্র মাস (মধ্য জুন -মধ্য সেপ্টেম্বর), জাত বারি শিম-১,২,৩ (গ্রীষ্মকালীন), বারিশিম-৪,৫,৬। বরবটি-২ মিটার দূরত্বে সারি করে ১০-১২ ইঞ্চি দূরে বীজ বুনতে হয়। বীজ বোপনের সময় মার্চ আগষ্ট, আদা ছত্রাকনাশক ডাইমেক্রন বা ভারসবান প্রতি লিটার পানিতে ০.৫ মিলি হারে মিশিয়ে স্প্রে করতে হবে। ছত্রাক নাশক মাটি হালকা কুপিয়ে মাটিতে স্প্রে করতে হবে।
 Added:      2015/07/28
 
    *সমস্যা:আমন ধানের কি সার প্রয়োড় করবে এবং প্রয়োগবিধি।
*সমাধান:ইউরিয়া, টিএসপি, পটাশ ৩টি প্রধান সার। ইউরিয়া ৩ ধাপে, টিএসপি ১কিস্তি ইউরিয়া সারের উপরি প্রয়োগের সময় এবং পটাশ দুই কিস্তিতে প্রয়োগ করতে হবে।
 Added:      2015/07/09
 
    *সমস্যা:আদার পাতা লাল ও পচে যাচ্ছে।
*সমাধান:আদার গোড়া পচে যাচ্ছে সেজন্য প্রথমে জমি থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে এবং Copper Oxychloride Spray করতে হবে ১৫ দিন পরপর।
 Added:      2015/07/07
 
    *সমস্যা:আদার পাতা লাল ও পচে যাচ্ছে
*সমাধান:আদার গোড়া বা রাইজোম পচে যাচ্ছে সেজন্য জমি থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে এবং কপার অক্সিক্লোরাইড ১৫ দিন পরপর স্প্রে করতে হবে
 Added:      2015/07/07
 
    *সমস্যা:মিষ্টিকুমড়ার ফুল ও ছোট ছোট কুমড়া ঝরে যাচ্ছে
*সমাধান:মাছি পোকার অাক্রমণে হয়। নিমপাতার রস এবং সাবানের গুড়া মিশিয়ে স্প্রে বা সেক্র ফেরোমন ট্র্যাপ ব্যবহার করশে এই পোকা মারা যায়
 Added:      2015/05/26
 
    *সমস্যা:ব্রি ধান -৫০ চাষ করেছে। বীজ সংরক্ষনের কৌশল জানতে চেয়েছে।
*সমাধান:ভালো বীজের বৈশিষ্ট্য: ১. বীজ পরিপুষ্ট হবে। ২. বীজ উজ্জল বর্ণের হবে। ৩. বীজ দাতে কাটলে কট কট শব্দ হয়। ৪. বীজে অন্য জাতের মিশাল নেই। ৫. বীজে কোন দাগ নেই। ৬. বীজে পোকার ছিদ্র নেই। ৭. বীজের সাথে আকাবাকা বীজ নেই। ৮. বীজের সাথে আগাছার বীজ নেই। বীজ রাখার পাত্র: প্লাস্টিক ড্রাম, টিন বা অন্য কোন ধাতব পাত্র এবং রং করা মটকাতে বীজ ভাল থাকে। সংরক্ষনের জন্য অবশ্য করণীয়: বীজে ঠিকঠাক মত শুকিয়ে নিন যাতে আদ্রতা ১২-১৩% অথবা এর নিচে থাকে। পাত্র পূর্ণ করে বীজ রাখুন। -নিমপাতা বিষকাটলী পোকা দমনে কাজ করে। -পাত্রের মুখটি ভালোভাবে বন্ধ করে দিন। বাতাসে ঢোকে। -মাটিতে উচুতে যেকোন মাচার উপর রাখুন।
 Added:      2015/04/27
 
    *সমস্যা:আউশ মৌসুমে ধানের উপযুক্ত জাত সম্পর্কে জানতে চেয়েছে।
*সমাধান:এ এলাকায় ব্রি ধান-৪৮ এবং ব্রি ধান-২৬ উপযুক্ত আউশ ধান।
 Added:      2015/04/23
 
    *সমস্যা:লিচু গাছে ফল ঝরা সমস্যা।
*সমাধান:লিচুর ফল ঝরা কমাতে গাছে যথাযথভাবে সার ও সেচ দিতে হবে।জমিতে সার দেওয়ার সময় অন্যান্য সারের সাথে জিংক ও বোরন সার দিতে হবে।সার দেওয়া না হলে প্রতি লিটার পানিতে ৪ গ্রাম হারে দস্তা ও বোরন সার মিশিয়ে পাতায় স্প্রে করতে হবে।গাছের গোড়া যাতে শুকিয়ে না যায় সে জন্য নিয়মিত সেচ দিতে হবে।
 Added:      2015/04/01
 
    *সমস্যা:টমেটোর পাতা কোকড়ানো রোগ
*সমাধান:১.আক্রাান্ত গাছ উপড়িয়ে ফেলতে হবে ২.সুস্থ গাছ যেন আক্রান্ত না হয় সে ব্যবস্থা নিতে হবে ৩.পরবর্তীতে রোগমুক্ত বীজ ব্যবহার করতে হবে।
 Added:      2014/11/30
 
    *সমস্যা:টমেটোর পাতা কোকড়ানো রোগ
*সমাধান:১.আক্রাান্ত গাছ উপড়িয়ে ফেলতে হবে ২.সুস্থ গাছ যেন আক্রান্ত না হয় সে ব্যবস্থা নিতে হবে ৩.পরবর্তীতে রোগমুক্ত বীজ ব্যবহার করতে হবে।
 Added:      2014/11/30
 
    *সমস্যা:ফুলকপির পাতা যাব পোকা দ্বারা আক্রান্ত।
*সমাধান:ম্যালাথিয়ন ৫৭ ইসি প্রতি লিটার পানিতে ২ মিলি হারে মিশিয়ে স্প্রে করতে হবে।
 Added:      2014/11/09
 
    *সমস্যা:কূল গাছের ফল হলুদ হয়ে যাচ্ছে। প্রতিকার জানতে চেয়েছে।
*সমাধান:১. বাগান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ২. পুরনো ডাল পাতা পুড়িয়ে ফেলতে হবে। ৩. ডাইথেন এম-৪৫ প্রতি লিটার পানিতে ২ গ্রাম/টিল্ট২৫০ইসি ০.৫ মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে ১৫ দিন পরপর ৩/৪বার স্প্রে করতে হবে।
 Added:      2014/11/09
 
    *সমস্যা:আসন্ন রবি মৌসুমে ফূলকপি চাষ করতে চায় তাই এর জন্য একটি ব্যাবসা পরিকল্পনা করে দিতে বলে।
*সমাধান:ফার্মবুক সেবার মাধ্যমে পরবর্তী উঠান বৈঠকে ব্যাবসা পরিকল্পনা করে দেওয়ার কথা বলা হয়।
 Added:      2014/10/21
 
    *সমস্যা:আসন্ন রবি মৌসুমে ফূলকপি চাষ করতে চায় তাই এর জন্য একটি ব্যাবসা পরিকল্পনা করে দিতে বলে।
*সমাধান:ফার্মবুকের মাধ্যমে ১২/০৯/১৪ তারিখে উঠান বৈঠকে ব্যাবসা পরিকল্পনা করে দেওয়ার কথা বলা হয়
 Added:      2014/09/06
 
    *সমস্যা:ধানের শীষ সাদা হয়ে যাচ্ছে।
*সমাধান:ফুরাডান-4G প্রতি একর জমিতে 4 Kg হারে প্রয়োগ করুন।
 Added:      2014/04/21
 
    *সমস্যা:শশা গাছের পাতায় সাদা গুড়া পাউডারের মতো পড়েছে।
*সমাধান:থিওভিট ৮০ ডব্লিউ জি প্রতি ১০ লিটার পানিতে ৫০ গ্রাম ঔষধ মিশিযে মিশ্রনটি ৫ শতাংশ জমিতে স্প্রে করা যাবে। প্রতি ১৫ দিন পর পর প্রয়োজনীয় সংখ্যক বার স্প্রে করতে হবে।
 Added:      2014/04/09
 
    *সমস্যা:পোকা বেগুন গাছের ডগা ছিদ্র করছে।
*সমাধান:সবিক্রন ৪২৫ ইসি প্রতি ১০ লিটার পানিতে ২০ মি.লি. ঔষধ মিশিযে মিশ্রনটি ৫ শতাংশ জমিতে স্প্রে করে ভালোভাবে গাছ ভিজিয়ে দিতে হবে। প্রতি ১৫ দিন পর পর প্রয়োজনীয় সংখ্যক বার স্প্রে করতে হবে।
 Added:      2014/04/09
 
    *সমস্যা:মেহগনি গাছ সব গুলোর বৃদ্ধি এক রকম নয়। গাছ ঠিক মত বৃদ্ধির জন্য কি করতে হবে
*সমাধান:মেহেগনি গাছের থেকে গাছের মধ্যে ৪৫ ইঞ্ছি ফাকা রাখতে হবে। গাছ লাগানোর সময় সার থিক মত দেয়া হয়েছে কিনা খেয়াল করতে হবে। কিছু গবোর সার গাছের গোড়ায় দিবে দেন।
 Added:      2013/10/14
 
    *সমস্যা:ধান গাছের পাতা ঝলসে বা পুড়ে যাচ্ছে
*সমাধান:কুপ্রাভিট ৪ গ্রাম বা চ্যাম্পিয়ন ২ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন।
 Added:      2013/10/05
 
    *সমস্যা:গাছ আলুতে পোকা ধরেছে কি করব?
*সমাধান:ক্যারাটে ২.৫ ইসি ১০০ মিলি/ ৩৩ শতক জমিতে প্রয়োগ করতে হবে।
 Added:      2013/10/01
 
    *সমস্যা:লাউ পাতা বাদামি বং হয়ে যাচ্ছে । করণীয় কি?
*সমাধান:আক্রান্ত পাতা সংগ্রহ করে নষ্ট করুন। বেশী আক্রমন করলে রিডোমিল গোল্ড ১ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে পাতায় স্প্রে করুন
 Added:      2013/09/05
 
    *সমস্যা:সীম গাছ এর পাতা হলুদ বরণ হয়ে যাচ্ছে। ফুল এসে ঝড়ে যাচ্ছে
*সমাধান:২ ডালি পচা গোবর , ৩০ গ্রাম বোরন প্রতি গাছ হতে দেড় হাত দূরে রিং করে প্রয়োগ করুন ।অতিরিক্ত লতা কেটে ফেলুন । ফুল আসলে , বাম্পার ফলন ৩-৫ মিলি / লিটার পানিতে মিশিয়ে প্রয়োগ করুন ।
 Added:      2013/09/05
 
    *সমস্যা:আম গাছে আম ধরে কালো হয়ে যায়।। পোকা হয় খাওয়া যায় না...?
*সমাধান:গাছের গোড়া পরিষ্কার রাখুন। মার্চ - এপ্রিল মাসে বা যে সময় আটি শক্ত হয় তখন থেকে শুরু করে প্রতি লিটার পানিতে ২ মিঃলিঃ ডায়াজিনন মিশিয়ে ১৫-২০ দিন অন্তর ২/৩ বার স্প্রে করুন
 Added:      2013/09/04
 
    *সমস্যা:নারিকেল গাছে নারিকেল ধরে, কিন্তু পানি থাকেনা এবং খাওয়া যায়না...?
*সমাধান:গাছ ও গাছের গোড়া ভালো করে পরিষ্কার করুন ইটের শুড়কি গোড়ায় চারিদিকে বিছিয়ে দিন তার ঊপর মাটি দিয়ে ঢেকে দিন পরিষ্কার করুন। বোর্দো মিক্সার স্প্রে করুন। গাছে ২ ডালি পচা গোবর, ৭০ গ্রাম ইউরিয়া, ৭৫ গ্রাম টি এস পি, ও পটাশ সার এবং ৫০ গ্রাম বোরন সার দিতে হবে, গাছের গোঁড়া থেকে ২ হাত দূরত্বে রিং করে মাটি আলগা করে সার দিয়ে হালকা সেচ দিতে হবে।
 Added:      2013/09/02
 
ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
06/09/2015