এই মসজিদটি ঐতিয্য বাহি তরফকামাল জামে মসজিদ নামে পরিচিত। এটি প্রায় ১৪শত বছর আগে নির্মিত। মসজিদটি তিন গম্বুজ বিশিষ্ট ১তলা মসজিদ। মসজিদটির সামনে কারুকাজ সম্বলিত একটি প্রধান গেট আছে। মসজিদের গায়ে প্রাচিন কারুকাজ লক্ষনিয় এবং মনোমুগ্ঘকর। মসজিদটির পাশেই রয়েছে কবর স্থান এই কবর স্থানে অনেক অলি আউলিয়া ঘুমিয়ে আছেন। কথিত আছে যে, এখানে একজন বিশিষ্ট আউলিয়া ইসলাম প্রচারের জন্য আসেন। এবং তিনি এই মসজিদটি নির্মান করেন। এবং এই মসজিদে একটি মহা মূল্যবান একটি দামী পাথর ছিলো। এই পাথরের গায়ে থোদাই করে কোন এক ভাষা লেখা ছিলো। এবং মুরুব্বিদের কাছে শোনা যায় এই পাথর যেদিন করে ঘামতো বা ঘেমে পাথর থেকে পানি আসতো সেদিন অথবা তার পরের দিন অবশ্যই বৃষ্টি হতো। এটা প্রমানীত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস